বরিশাল নগরীর চাঁদমারী মাদ্রাসা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী থানার এসআই মান্না জানান, বুধবার বিকেলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, লাশের শরীর ছিল বিবস্ত্র। শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে লাশে পঁচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব