লালখান বাজারের বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে নগরীর খুলশি থানা পুলিশ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন। এসময় এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টায় লালখান বাজারের মতিঝর্ণা, পোড়াকলোনি, কুসুমবাগ এবং গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ অভিযান চালায় বলে জানান ওসি।
অভিযানে কাউন্সিলর এফ কবির আহমদ মানিক, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমানসহ অনেকে অংশ নেন।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, অভিযানে শুক্কুর আলী ওরফে হাতকাটা পাপ্পু নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন