রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ২ মে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
বুধবার সন্ধ্যা ৭টায় এক সভায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ‘বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে আগামী ২ মে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করবেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।’
তিনি আরও বলেন, ‘৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাবিতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আন্দোলন শেষে তাঁরা সবাই নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সঙ্গে দেখা করবেন। এ দিন যেহেতু আমাদের আলটিমেটামের শেষ দিন, তাই এর অগ্রগতি জানতে রাবি উপাচার্যের সঙ্গে দেখা করব। সেখানকার পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
বিডি-প্রতিদিন/ ২৮ প্রতিদিন, ২০১৬/ রশিদা