রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় শরিফা বেগম (৪৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শরিফা শেরেবাংলা নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে বাসাবাড়িতে কাজ করতেন।
তার স্বামী মো. সেলিম জানান, প্রতিদিনের মতো সকালে শরিফা একটি বাসায় কাজ করতে যাচ্ছিলেন। পথে হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ঢামেকের দায়িত্বরত চিকিৎসকরা শরিফাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, শরিফার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন