হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৬২ গ্রাম স্বর্ণসহ রাজু আকন্দ নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টিজি-৩২১ ফ্লাইটে ব্যাংকক থেকে তিনি ঢাকায় আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ