চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন আব্দুর রহিম (৩৫), মো. লোল (২৪), মো. ইউসুফ (২৮) ও আবুল কালাম (৩৩)। তাদের বাড়ি চকরিয়া, বাঁশখালী ও লোহাগাড়ায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি শাহজাহান কবির বলেন, অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে বেড়াত। বুধবার রাতে কোথাও ডাকাতি শেষে তারা নগরীতে এসেছিল বলে আমাদের ধারণা। তিনি বলেন, ডাকাত দলে প্রায় ১৫ জনের মতো ছিল। রাতে অভিযানে চারজনকে গ্রেফতারা করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব