ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এ আদেশ দেন।
এর আগে, মামলার কারাগারে থাকা আসামি রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। পাশাপশি জামিনে থাকা ২৩ আসামিও আদালতে হাজির ছিলেন। এ ছাড়া মামলায় ১২ জন আসামি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার আসামি সোহেল রানার পক্ষে তাঁর জামিনের আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত।
এর আগে, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় ১ হাজার ১২৭ পোশাক শ্রমিক মারা যান। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার শ্রমিককে। এ ঘটনার পরদিন সাভার থানা পুলিশ মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব