চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীর ওপর বহিরাগত কর্তৃক হামলার অভিযোগে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের সামনের সড়ক অবরোধ করে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।এ সময় কলেজের সামনে থেকে গুলজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র প্রতিদিনই এখানে কোনো না কোনো ঘটনা ঘটছেই। আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি আবু মোহাম্মদ আরিফ বলেন, এক শিক্ষার্থীকে অপর শিক্ষার্থী মারধর করে। পরে তারা এ ব্যাপারে অভিযোগ নিয়ে থানা যায় বলে শুনেছি।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ছাত্রলীগের কিছু শিক্ষার্থী নানা অভিযোগ নিয়ে থানায় আসেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ