রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘আমরা সাতদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত হাফিজুরের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ডের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।’
বৃহস্পতিবার দুপুরে রেজাউল করিমের হত্যাকাণ্ড নিয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য মতে হত্যাকাণ্ডের সময় তিনজনের দৈহিক বর্ণনা পাওয়া গেছে। এরমধ্যে একজন মোটরসাইকেলে ছিলেন। অপর দুইজন হত্যাকাণ্ড চালায়। তারা এই সময় ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিয়েছিল। তদন্তে জানা গেছে, এরপর তারা নগরীর আমচত্ত্বরের দিকে রওনা দেয়। তবে এই হত্যাকাণ্ড পরিকল্পনা করে একটি গ্রুপ আর বাস্তবায়ন করে আরেক গ্রুপ। সব বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, তিনজনকে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এমনকি তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
পুলিশ কমিশনার বলেন, ‘বাইরে থেকে বোঝা যাবে না। এই হত্যাকাণ্ড নিয়ে কি পরিমান কাজ হচ্ছে। ঢাকা থেকে একটি টিম এসেও কাজ করছে। সময় হলেই ফলাফল দেখতে পারবেন।’
এদিকে এদিন দুপুরে রাবি'র ইংরেজি বিভাগ মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। এসময় নিহতের পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সুষ্ঠু বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
২৩ এপ্রিল রাতেই নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে ১৯ নম্বর ওয়ার্ডের শিবির সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র হাফিজুর রহমানকে ও পরের দিন নগরীর মতিহার থানার ললিতাহার এলাকা থেকে খাইরুল ইসলাম নামের আরেক শিবিরকর্মীকে আটক করা হয়। এছাড়া গত মঙ্গলবার ভোরে অধ্যাপক রেজাউলের গ্রামের বাড়ি দরগামাড়িয়া থেকে দরগামাড়িয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রায়হানুল ইসলাম ও গোপালপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানকে আটক করা হয়। তবে মঙ্গলবার রাতেই মুনসুরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে মামলা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ