নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগি নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসানকে মদ-বিয়ারসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। এসময় হাছানের দু'জন সহযোগিকেও আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আদমজী ইপিজেডের সামনে একটি মাইক্রোবাস থেকে হাসানসহ তার দুইজন সহযোগি সুমন হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল হক হাসান নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর।
আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর লে. কমান্ডার গুলজার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, আরিফুল হাসান আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ