চট্টগ্রাম মহানগরীর পূর্ব ষোলশহর এলাকার ওমর আলী মাতব্বর রোডের একটি ভবনের ছাদে থাকা বাংলালিংকের টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও কালুরঘাট স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে ছয়তলা ভবনটির ছাদে থাকা বাংলালিংকের টাওয়ারের বেশকিছু যন্ত্রাংশ পুড়ে যায়। এর মধ্যে আছে ৪৮টি ব্যাটারি, ২টি এসি, ১টি এবিআর, এমডিবি বক্স ও এমসিসিবি বক্স। পরে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ