রাজধানীর ডেমরায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রামপুরা ট্রাফিক জোন। সহকারী পুলিশ কমিশনার (এসি ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় যানবাহনের ২২টি মামলা, ১০টি রেকার ও সড়কের পাশে স্থায়ী- অস্থায়ী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একাজে সর্বাত্বকভাবে সহযোগিতা করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগিয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, ডেমরা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সেলিম, সংবাদকর্মী ও এলাকার সচেতন মহল।
অভিযানে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) বিপ্লব ভৌমিক বলেন, যানজট নিরসনে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে আমরা চলতি মাসে দু’শতাধিক যানবাহন বিভিন্ন অপরাধের দায়ে রেকারিং করেছি। আজকেও আমরা ২২টি মামলাসহ ১০টি গাড়ি রেকারিং করেছি।
রামপুরা ট্রাফিক জোনের এসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবসৃষ্ট রামপুরা ট্রাফিক জোন পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা ও পর্যবেক্ষনের মাধ্যমে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে পাল্টে দিয়েছি ডেমরা-যাত্রাবাড়ি, স্টাফ কোয়ার্টার- রামপুরা সড়কের নিত্য দিনের স্থায়ী যানজটের চিত্র।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/আজম/মাহবুব