বরিশাল থেকে গোপালগঞ্জগামী রিজার্ভ বাস দুর্ঘটনা কবলিত হয়ে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ২৭ সদস্য আহত হয়েছে। আজ সকালে বরিশাল-ঢাকা সড়কের ছয় মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এসআই জালাল, এএসআই জিল্লুর রহমান, কনস্টেবল শ্রী মিলন, তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহেল, আল ইমরান, মো. সুলতান মাহমুদ, মো. সায়েম, সোহেল, জিবনিশ, মো. কাসেম, মিঠুন চন্দ্র রায়, মো. রমজান, রফিকুল, নাজমুল, মোঃ ইমতিয়াজ, আলম, সুব্রত বিশ্বাস, আসিফ, অনুপম দেবনাথ, নজরুল ইসলাম, তাহের, মেহেদী হাসান, জুয়েল, নাজিদ সহ ২৭ জন।
বরিশাল আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বরিশাল থেকে তাদের দুটি রিজার্ভ বাসে ব্যাটেলিয়নের ৯৯ জন সদস্য গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তার নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। সকাল ৭ টার দিকে ছয় মাইল এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি ইট বোঝাই ট্রাকের সাথে পুলিশের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে গিয়ে আটকে যায়। এতে ওই বাসে থাকা ৪৫ জনের মধ্যে ২৭ জন আহত হয়। আহতদের সবাইকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল বিল্লাহ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাবল বিঘ্নিত হলে পুলিশের একটি রেকার দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়িয়ে ফেললে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/এস আহমেদ/হিমেল-১২