ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারী ব্যক্তিরা আটক হলেও তারা নানাভাবে জামিনে মুক্ত পাচ্ছেন। তাই সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হোক।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরী, অ্যাডভোকেট আবেদ রেজা, দুলাল সাহা, শৈলেন্দ্র সরকার, কার্তিক কর্মকার ও আসিক ঘোষ।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ