বরিশাল নগরীর বান্দ রোডের কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ফরিদা বেগম ওরফে গালকাটা ফরিদা এবং একই এলাকার শাহানাজ পারভীনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানার এসআই সমীরন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কেডিসি’র কীর্তনখোলা নদীর তীরে মেসার্স চৌধুরী ডক ইয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজা উদ্ধার করেন তারা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান আনতে যাওয়া ফরিদা ও শাহানাজ পাশের একটি বাড়িতে আত্মগোপন করে। পরে পুলিশ তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় জব্দকৃত গাঁজার মধ্যে ফরিদার ১৫ কেজি এবং শাহানাজের ১০ কেজি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-১১