নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল দিবাগত মধ্যরাতে সদর ও আড়াইহাজার উপজেলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার ফতুল্লা থানাধীন আল বারাকা এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. হাসান, একই উপজেলার শান্তিনগর এলাকার ইয়াসিন মিয়ার ছেলে রাজীব হোসেন রানা, আড়াইহাজার উপজেলার গিংদা এলাকার সোলেমান মিয়ার ছেলে আব্দুল হাকিম।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল সংবাদ সম্মেলনে জানান, বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলা আল বারাকা এলাকায় ডিবির উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সাড়ে পাচঁ কেজি গাজাসহ আব্দুল হাকিমকে আটক করে।
পরে একই টিম উপজেলার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ২২ বোরের একটি রিভালবার ও ২ রাউন্ড গুলি এবং ইয়াবাসহ মো. হাসানকে আটক করে।
ডিবির আরো একটি টিম জেলার আড়াইহাজার নয়াপুর এলাকা রাজীব হোসেন রানা নামে একজনকে আটক করে। আটকদের মধ্যে মো. হাসান চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ