বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর বরাত দিয়ে জানান, সকালে ওই নারী চৌমাথা লেক সংলগ্ন সিঅ্যান্ডবি রোড পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে। তবে পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ