রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিন হাজার পিস ইয়াবাসহ নাজমা (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমার বাড়ি চট্টগ্রামে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মজিদ জানান, নাজমা চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনের যাত্রী। তিনি চট্টগ্রাম থেকে ওই ট্রেনে করে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ