রাজধানীর বাড্ডায় সোনিয়া আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি। সোনিয়া আক্তার সৌদি প্রবাসী শোফেয়াত হোসেনের স্ত্রী।
দক্ষিণ বাড্ডার ১৩৩ নম্বরের নিজ বাসায় রান্না করার সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অগ্নিদগ্ধ হন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, সন্ধ্যার দিকে রান্না করার সময় সোনিয়া আক্তার অগ্নিদগ্ধ হন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। কীভাবে আগুন লেগেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ