বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা সেকশন রোড থেকে ২১ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের কাউনিয়া থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করে র্যাব।
আটককৃতরা হলেন, জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের রাসেল খলিফা এবং পিরোজপুরের নাজিরপুর থানার ভাইজোড়া গ্রামের আনিচুর রহমান আনিচ।
আটককৃতরা দির্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করার কথা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-২৪