তনুসহ সকল গুম-খুনের প্রতিবাদে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে মহুয়া তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।
জানা যায়, মহুয়া তলায় জাবি সাংস্কৃতিক জোট, প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে লাগাতার কর্মসূচির ঘোষণা করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা দেশব্যাপী অব্যাহত গুম-খুন ও ধর্ষণের প্রতিবাদ এবং বিচারহীনতার নিন্দা জানান।
জাবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, “শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বর্বর পুলিশী হামলা এবং প্রক্টরের দায়িত্বহীন আচরণ খুবই নিন্দাজনক।”
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাবেক সভাপতি সৌমিত জয়দ্বীপ এসময় আন্দোলনকারীদেরকে তাদের দাবির উপর শক্তভাবে অবস্থান করার আহবান জানান।
সরকারি ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন প্রক্টরের অপসারণ দাবির আন্দোলনে সংহতি প্রকাশ করে বলেন, “রাষ্ট্রের জন্য উপযুক্ত মানুষ তৈরির প্রতিষ্ঠানে এই ধরণের দায়িত্বহীন আচরণ খুবই দুঃখজনক।”
সমাবেশের শেষে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রবিবার এবং সোমবার গণসংযোগ এবং ১০ মে মশাল মিছিলের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সোমবার তনুসহ দেশব্যাপী অব্যাহত গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আধাবেলা হরতাল পালনকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এসময় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই প্রক্টরের দায়িত্বহীন ভূমিকার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে অব্যাহত আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-২৬