নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ এবং নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে বরিশাল নগরীর বাজার রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে শনিবার এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় নগরীর অন্যতম প্রসিদ্ধ মিষ্টির দোকান বাজার রোডের ‘হক মিষ্টান্ন ভান্ডারের’ এর মালিককে ২৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। একই সড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় লোকনাথ ফার্মেসির মালিক অনীল কুমার দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন রাখায় হক মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা, বৈশাখী পোল্ট্রি ফিড মালিককে ৭ হাজার টাকা, বিসমিল্লাহ মসলা ভাঙ্গানোর মিল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিব, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার, মো. নাহিদুল করিম ও রুমানা আক্তার।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব