মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা রবিবারের হরতালের বিরুদ্ধে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শনিবার মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নামে এক সংবাদ বিবৃতি দিয়ে এই কর্মসূচির কথা জানানো হয়।
ওই দিন সকাল ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালবিরোধী মিছিল করবে।
বিবৃতিতে ইমরান বলেন, “জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সংঘবদ্ধভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশে কোনো হরতাল ডাকার অধিকার এই সংগঠনের নেই।
তিনি বলেন, “জামায়াতের আমির যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। হরতালের নামে নাশকতার চেষ্টা করে বা কোনো রকম ষড়যন্ত্র করে এই নরঘাতককে রক্ষা করা যাবে না। বাংলাদেশের মুক্তিকামী মানুষ তা হতে দেবে না। নিজামীর অপরাধের শাস্তি তাকে পেতেই হবে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবর বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ জামায়াতে ইসলামীর আমির নিজামীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন। এরপরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রবিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব