রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় এম রায় জুয়েলার্সে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।
তিনি বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির মামলায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় তিনি জানাননি। আরএমপি কমিশনার জানান, ভিডিও ফুটেজ দেখে সন্দেহজনক ভাবে তাদের শনাক্ত করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কি না তা এখনই বলা সম্ভব নয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির একশ' গজ দূরে গণকপাড়া মোড়ে বোমা ফাটিয়ে এম. রায় জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব