কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। পাশের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর জিপিএ-৫ গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৭৯, মানবিক বিভাগে ৭২.৪১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪.৫৮ ভাগ। বোর্ডের ১৬৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শূন্য পাশের হার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব