রাজধানী ঢাকার ওয়ারীতে এক বাসায় অভিযান চালিয়ে পাউরুটির ভেতর থেকে ৭ হাজার ৪'শ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । এসময় আফসার আহমেদ ওরফে রাসেল (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ওয়ারী লাল মোহন সাহা সড়কের ১১৫ নম্বর বাড়ির ৪ তলা থেকে ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়।
আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা শাখার তত্ত্বাবধায়ক ফজলুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসেল কক্সবাজারের টেকনাফে রমজান নামের এক ইয়াবা ডিলারের কাছ থেকে নিয়মিত ইয়াবা কিনতেন। এসব ইয়াবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে পৌঁছাত।
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-২২