একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় গায়েবানা জানাজা নামাজ পড়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা পড়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে তা অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
এর অাগে জামায়াত শিবিরের কর্মীরা অন্যান্য মুসল্লিদের সঙ্গে যোহরের নামাজে অংশ নেন। পরে নামাজ শেষে দ্রুত জানাজা সম্পন্ন করে মসজিদ ত্যাগ করেন তারা। তবে কোনো ইমাম না জামায়াতের কোনো কর্মী তার গায়েবানা জানাজা পড়িয়েছেন তা কেউ জানাতে পারেনি।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ