রাজশাহী মহানগরীতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযার চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা এমন খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে জামায়াত শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েক রাউ- রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ শিবিরকর্মীকে আটক করেছে। আজ বুধবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইবনে গোলাম সাকলায়েন জানান, দুপুরে জামায়াত-শিবির নেতাকর্মীরা নগরীর কাদিরগঞ্জ এলাকায় গায়েবানা জানাযা করার জন্য জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া দিয়ে পুলিশ ৫ শিবির কর্মীকে আটক করে।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ