'আমি ক্যাম্পাস বন্ধ করে দিব, ক্ষমতা থাকলে চালান' বলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে শাসালেন প্রো-ভিসির আশীর্বাদপুষ্ট ছাত্রলীগের এক নেতা। ওই নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজু। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভিসির কার্যালয়ে গিয়ে ক্যাম্পাস অচলের হুমকি দিয়ে ভিসিকে শাসিয়ে আসেন বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শী ও ভিসি অফিস সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজু ও আরেক সহ-সভাপতি জুয়েল রানা হালিম ভিসি কার্যলয়ে আসে। এসেই তারা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্তকৃত দুই কর্মকর্তার পক্ষ নিয়ে ভিসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
মিজু ভিসিকে উদ্দেশ্য করে বলেন, 'গতকাল আপনাকে বললাম বহিস্কার আদেশ প্রত্যাহার করতে, আপনি এখনো কেন করেননি? আমি আর হালিম চাইলে ক্যাম্পাস বন্ধ করে দিব। আপনার ক্ষমতা থাকলে ক্যাম্পাস চালান। আমরা যাচ্ছি গাড়ি বন্ধ করে দিতে।'
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, 'কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য ছাত্রলীগের নাম ব্যবহার করতে পারেন না।'
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, 'দুই ছাত্রলীগ নেতা আমার কার্যলয়ে এসে কর্মকর্তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করা না হলে ক্যাম্পাস বন্ধ করে দিবে বলে হুমকি দিয়ে গেছে।'
এদিকে, ভিসির সাথে ছাত্রলীগ নেতার অসৌজন্যমূলক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একাংশ। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ নিন্দা জানানো হয়। প্রেস বার্তায় উল্লেখ করা হয়, ভিসির সঙ্গে একজন ছাত্রনেতার এমন আচারণ দুঃখজনক। এ ঘটনা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।
উল্লেখ্য, গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় প্রো-ভিসির পিএস আব্দুল হান্নান ও ট্রেজারার অফিসের সহকারি রেজিস্ট্রার আলমগীর হোসেন খানকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ