সিলেটে এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবারের পাশের হার ৮৪ দশমিক ৭৭ ভাগ। যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫২।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭১ হাজার ৫৮৬ জন। বিজ্ঞান বিভাগের ১৭ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৪১০ জন, মানবিক বিভাগের ৫৭ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৬২২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৯ হাজার ৩৭৭ জনের মধ্যে ৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী পাশ করেছে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ, মানবিকে ৮০ দশমিক ৯৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯১ দশমিক ২২ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ২৬৬ জনের মধ্যে বিজ্ঞান বিভাগের ২ হাজার ৯৭ জন, মানবিক বিভাগের ৫২ জন ও ব্যবসা শিক্ষা বিভাগের ১১৭ জন পরীক্ষার্থী রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ২২৫ জন ছেলে ও ১ হাজার ৪১ জন মেয়ে শিক্ষার্থী। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১৫ হাজার ১৭৪ জন, এ মাইনাস গ্রেডে ১৭ হাজার ১৩৩ জন, বি গ্রেডে ২০ হাজার ৮৪৫ জন, সি গ্রেডে ১৫ হাজার ৭৩৫ জন ও ডি গ্রেডে ৪৩৩ জন রয়েছে।
এবারের পরীক্ষায় সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ৩৭ হাজার ৬৭২ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ। পরীক্ষায় ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন। মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন