বরিশাল শিক্ষাবোর্ডে মেয়েদের চেয়ে ছেলে পরীক্ষার্থী ছিল মাত্র ৭৩৬ জন বেশী। কিন্তু পাশের সবগুলো ক্ষেত্রে এগিয়ে মেয়েরা। মোট পাশের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ১ দশমিক ৩৩ ভাগ এগিয়ে।
বোর্ড সূত্র জানায়, এবার মোট ৪১ হাজার ২৩২ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৪শ’ ৭২ জন। পাশের হার ৭৮.৭৫ ভাগ। ৪০ হাজার ৪শ’ ৯৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৪শ’ ৩০ জন। পাশের হার ৮০.০৮।
ছেলে পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫শ’ ৪ জন এবং মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬শ’ ৯ জন।
বিভাগ বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৮৮.৩৩ভাগ এবং মেয়েদের পাশের হার ৮৯.১৪ ভাগ, মানবিক বিভাগে ছেলেদের পাশের হার ৭০.৮৯ ভাগ ও মেয়েদের পাশের হার ৭৪.৯২ ভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের পাশের হার ৭৮.৬৪ এবং মেয়েদের পাশের হার ৮২.৩২ ভাগ।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন