ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের দায়ে দণ্ডিত কারাবন্দি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি'র মুক্তির দাবিতে একাট্টা হয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো।
রনির মুক্ত করতে মঙ্গলবার রাতে ১৪ দলের জরুরি বৈঠক করে এরই মধ্যে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর থেকেই মুক্তির দাবিতে রাজপথে রয়েছে ছাত্রলীগ।
১৪ দলের সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, 'রনিকে শাস্তি দেয়া ম্যাজিস্ট্রেট চবিতে লেখাপড়াখালীন সময়ে শিবিরের মেসে থাকতেন এবং ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি যাদের ইন্ধনে রনিকে ফাঁসিয়েছেন তাদেরকেও আমরা চিনি। শিগগিরই তাদের মুখোশ খুলে দেয়া হবে। রনিকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনব। ’
মহানগর ছাত্রলীগের নেতা এম কায়সার উদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াতকে খুশি করতে রনিকে গ্রেফতার করা হয়েছে। রনিকে গ্রেফতারের মাধ্যমে বিএনপি-জামায়াতের এজেণ্ডা বাস্তবায়ন করেছে ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী থানার ওসি।’
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন