জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতালে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নাশকতা ও বিশৃঙ্খলা রোধে বুধবার রাত থেকেই র্যাব-পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও চলছে। গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব-পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার বলেন, ‘জামায়াতরে হরতালকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন রাখা হয়েছে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর মানবতাবিরোধী অপরাধে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরপরই দলটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব