রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের গুলিতে সুমন (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত সুমন ডান পায়ে গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, মোহাম্মদপুর থানার কয়েকজন পুলিশ সদস্য বুধবার রাত ১২টার দিকে সুমনকে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পায়ে একটি গুলি লেগেছে।
আহত সুমন হাসপাতালে সাংবাদিকদের বলেন, মোহাম্মদপুরের বাঁশিবাড়ী এলাকায় হেঁটে নিজের বাসায় যাওয়ার পথে হঠাৎ একটি গুলি তার পায়ে লাগে। কোথা থেকে কারা গুলি করেছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব