রাজধানীতে অস্ত্র ও বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলা আমির মো. আব্দুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হকসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে (র্যাব)।
বুধবার রাতে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।
তিনি বলেন, আটক জঙ্গিরা রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় আটকদের কাছ থেকে ১টি পিস্তল, গুলি, পেট্রোল বোমা, বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব