রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকায় পিকআপের ধাক্কায় আতিকুর রহমান দুলাল (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক পিকআপ এবং তার চালককে আটক করেছে পুলিশ।
নিহত আতিকুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার তনু মিয়ার ছেলে। তিনি রাজধানীর কল্যাণপুরে অবস্থিত এসকে পলিটেকনিক ইনস্টিটিউটের অংকের প্রভাষক ছিলেন তিনি।
শিক্ষক আতিউরের সহকর্মী মুশফিকুর রহমান জানান, সকালে মিরপুর থানাধীন টেকনিক্যাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আতিউর। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল হাসান জানান, দুর্ঘটনার পর পিকআপ ও তার চালক নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব