কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ী সুজন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা পুলিশি হেফাজতে রয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চান্দিনা বাজারের বেকারী ব্যবসায়ী সুজন ১ লাখ ৬০ টাকা নিয়ে মোটরসাইকেল কেনার জন্য বাড়ি থেকে বের হন। ওই রাতে আর সে বাড়ি না ফিরলে চারদিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, সে তার ৩ বন্ধু চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের আবুল কালাম, মো. তৌফিক ও সবুজের সাথে দেখা করতে গেছে। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর তার লাশ চান্দিনা মহিলা কলেজের কাছে পড়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে নিহতদের মা জাহানারা বেগম বাদী হয়ে চান্দিনা থানায় সুজনের ওই তিন বন্ধুর নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামি সুজনকে নেশা খাইয়ে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত ও পরে গলা কেটে টাকাগুলো ছিনিয়ে নেয় বলে আদালতে স্বীকারোক্তি দেয় আসামিরা। এব্যাপারে পুলিশ আবুল কালাম, তৌফিক ও সবুজকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩০ জানুয়ারি চার্জশিট দেয়। মামলায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব