হরতালকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীর চারটি থানা ও চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আটক ৬৩ জনের মধ্যে ৩২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বাকিরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, পুলিশ নাশকতার অভিযোগে শলুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ