রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কায়সার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি স্বাক্ষরিত পত্রে ৭১ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়।
তবে ৭১ সদস্যের জেলা কমিটিকে কেবল সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, যুগ্ম সম্পাদক সাদাত হোসেন শাওন ও সাংগঠনিক সম্পাদক সোহেলা রানার নাম জানানো হয়েছে।
অপরদিকে, ৭১ সদস্যের মহানগর কমিটিতে কেবল সভাপতি আতাউর জামান বাবু, সহসভাপতি আরিফুল কবীর বাটুল, সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার মির্জা, সাইফুল ইসলাম সুইট ও তুহিন ইকবাল, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান ও জমসেদ হোসেন মার্শালের নাম জানানো হয়।
পত্রে নেতাদের আগামী তিন মাসের মধ্যে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটির তালিকা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই ঘোষণার পত্র হাতে পান বলে জেলা কমিটির সভাপতি আতাউর জামান বাবু ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস নিশ্চিত করেছেন।
আতাউর জামান বাবু জানান, ২০০৪ সালে জেলা এবং পরের বছর সেপ্টেম্বরে কেন্দ্র থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও একযুগেও তা করা হয়নি।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব