চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. আব্দুর রশীদকে (৪০) সিঙ্গেল শ্যুটার গান, একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে আবাসিক এলাকার আরবি টেক্সটাইলের সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক বাদি হয়ে থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। আব্দুর রশীদ পটিয়া উপজেলার হরিনখাইন গ্রামের রফিক সওদাগরের ছেলে।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাস বলেন, আব্দুর রশীদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিন্নমূলদের পাহাড়ে গিয়ে জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ আছে। তাছাড়া তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুইটি মামলা এবং আদালতে একটি মামলা বিচারাধীন আছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ