গৃহকর বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী জজ আদালতের তিনজন আইনজীবী বাদি হয়ে মামলাটি করেছেন। বাদিরা হলেন অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, আবতাবুর রহমান ও এরশাদ আলী ঈশা।
রাজশাহীর সিনিয়র সদর সহকারী জজ আদালতে দায়ের করা এ মামলায় রাসিক, রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র, রাজস্ব কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে বিবাদি করা হয়েছে। আদালতের বিচারক তানিয়া ফেরদৌস মামলাটি গ্রহণ করে বিকেলে আদেশের জন্য মুলতবি রাখেন। বিকেলে আদেশে এ মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানীর জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেন।
এ ব্যাপারে মামলার বাদি অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ বলেন, রাসিকের গৃহকর বৃদ্ধি একটি 'অযৌক্তিক' সিদ্ধান্ত। কোনো কারণ ছাড়াই রাসিক এই কর বৃদ্ধি করতে পারে না। তাই জনস্বার্থে তারা এ মামলাটি দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন