রাজধানীর ডেমরার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম তাহসান লিংকন (২০) এবং শাহেদ (২৪)। আহতের নাম রায়হান (১৮)।
নিহত ছাত্রদের বন্ধুরা জানান, তারা বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রায় ২০ থেকে ২৫ জন মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় ঝড়ো বৃষ্টি শুরু হয়। হঠাৎ আগুনের ঝিলিক দেখতে পান। এ সময় মাঠে তিনজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (নায়েক) রফিকুল ইসলাম জানান, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ