জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আজ সকালে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ছাত্রলীগ। এতে বিভিন্ন হলের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সহ-সভাপতি আদিত্য নন্দী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন