রাজধানীর গুলশান এলাকা থেকে পাকিস্তানি এক নারীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। ইয়াসমিন রাজভয় নামের ওই নারী গুলশান এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ১৭১ অ্যাভিনিউ গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানা পুলিশ বলেছে, ওই নারী গুলশান এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল। প্রতিষ্ঠানটির আর্থিক হিসেবে অনিয়মের জেলে তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, এর আগে বুধবার গভীর রাতে ইয়াসমিন রাজবয় বারিধারার ৮ নম্বর রোডের বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে সিটি স্কুল ইন্টারন্যাশনালের শিক্ষক-শিক্ষিকারা বাধা দেন। শিক্ষকদের পক্ষ থেকে গুলশান থানায় একটি জিডিও করা হয়। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা ওই বাসা ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে ইয়াসমিন রাজবয়কে আটক করে গুলশান থানায় নিয়ে আসে।
সিটি স্কুল ইন্টারন্যাশনালের শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, অধ্যক্ষ ইয়াসমিন রাজবয় স্কুলের প্রভিডেন্ট ফান্ড ও শিক্ষক-শিক্ষিকার বেতন থেকে এক কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এদিকে ইয়াসমিন রাজবয়ের আটকের খবর পেয়ে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার শামিমা মেজবাহ গুলশান থানায় যান। বিষয়টি নিয়ে গুলশান থানা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ডেপুটি হাই কমিশনার বৈঠক করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ইয়াসমিন রাজভয় নামে ওই পাকিস্তানি নাগরিককে পুলিশ আটক করেনি। স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। তিনি গুলশান অ্যাভিনিউ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। অংশীদার ও শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠানটি বন্ধ করে তিনি চলে যেতে চেয়েছিলেন। সে কারণে অন্যরা তাকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ