চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ আরেফা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরেফাকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক ইব্রাহীম খান জানান, কক্সবাজারের টেকনাফ থেকে এস আলম বাসে চড়ে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন আরেফা। গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে আরেফার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচলাইশ অঞ্চলের পরিদর্শক আনোয়ারুল হক বাদি হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন