১৩ মে, ২০১৬ ১৭:০৭

এসএসসি পরীক্ষার গণিতের উত্তরপত্র পুনঃ মূল্যায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

এসএসসি পরীক্ষার গণিতের উত্তরপত্র পুনঃ মূল্যায়ন দাবি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ সেটের প্রশ্নপত্র পুনঃ মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে নগরীর বিভিন্ন স্কুলের কয়েক শ' শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন।

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে আন্দোলনে নেমেছে এ দুটি সেটে‌ পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। বিষয়টি তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে স্বারকলিপিও দিয়েছে তারা। এরপর আজ মানববন্ধন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাধারণ গণিত বিষয়ে আমরা ভাল উত্তর দিয়েছিলাম। বাসায় এসে মিলিয়েও দেখেছিলাম। উত্তর অনুযায়ী আমাদের ৮০ শতাংশের বেশি নম্বর পাওয়ার কথা। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখি অন্যসব বিষয়ে ৮০ শতাংশ নম্বর পেলেও গণিতে পাইনি। গ ও ঘ নম্বর সেটে যারা উত্তর দিয়েছে তাদের ক্ষেত্রে এটি হয়েছে। আমাদের বিশ্বাস এ দুটি সেটের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হলে ৮০ শতাংশের বেশি নম্বর পাবো।

বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর