রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ বিভিন্ন অপরাধে ৫২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন জানান, নাশকতার আশঙ্কায় মহানগরীতে গত কয়েকদিন ধরেই পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত চলছে। ধারাবাহিক অভিযানে শুক্রবার ভোর পর্যন্ত নগরীতে ৫২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন জামায়াত-শিবির কর্মী আছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন