নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বজ্রপাতে বান্টি ওরফে আকাশ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। নিহত বান্টি ওরফে আকাশ (০৭) কিশোরগঞ্জ জেলার নিকলী সুজানগর গ্রামের মইনুদ্দিনের ছেলে। বান্টির মা সুজনা বেগম ফতুল্লা রেলস্টেশন এলাকায় আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইট ভাঙার কাজ করেন।
আর আহতরা হলো- শাহজাহান (১৪), আসাবুর (১৪) ও শামীম (১০)। এরমধ্যে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর দুইজনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বান্টির মা সুজনা বেগম জানান, বিকেল সাড়ে ৩ টায় রেলস্টেশন এলাকায় বাড়ির পাশে বান্টিসহ অন্যান্যরা খেলা করছিলেন। এ সময় বজ্রপাত হলে বান্টি ঘটনাস্থলেই মারা যায়।
৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডা. আবদুল মান্নান জানান, হাসপাতালে দুইজন চিকিৎসা নিয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন