রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৮৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতেরও দুজন রয়েছেন। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো.মহিদুল ইসলাম জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ