থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (ACM ICPC) চুড়ান্ত পর্বে অংশগ্রহন করতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র। আগামী ১৫-২০ মে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ২ জন এবং সিএসই বিভাগের ১ ছাত্রের সমন্বয়ে গঠিত প্রোগ্রামিং টীম 'JU-ON-3' অংশগ্রহণ করবে।
প্রতিযোগীরা হলেন, মোঃ নাফিস সাদিক (এমএসসি ১ম সেমিস্টার, আইআইটি), নীলয় দত্ত (এমএসসি ১ম সেমিস্টার, আইআইটি) এবং রায়হাত জামান নীলয় (এমএসসি ১ম সেমিস্টার, সিএসই)
প্রতিযোগিতায় কোচ এবং কো-কোচ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে যাবেন বিশ্ববিদ্যালয়র আইআইটি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী এবং প্রাক্তন ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।
এদিকে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, IBM এর অর্থায়নে এবং থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত Prince of Songkla University-এর আয়োজনে এবারের World ফাইনাল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২৮টি টীম অংশগ্রহণ করবে। বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩টি টীম এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর মধ্যে রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এর আগে জাবি প্রতিনিধি দলটি ২০১৫ এবং ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
.
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-০৭